বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় ১০টি অবৈধ সেমিপাকা ঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মইজ্জ্যারটেকে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।
সিডিএ’র পেশকার ফয়েজ আহমেদ জানান, ‘সকালে মইজ্জ্যারটেক থেকে কালারপোল যাওয়ার পথে সিডিএ’র টেক পর্যন্ত প্রায় ১০টি অবৈধ কাঁচা পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। এখানে র্দীঘদিন ধরে সিডিএর জায়গা দখল করে সেমিপাকা ঘর করে অনেক বসবাস করছে। ফলে সেখানে পানি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া একটি তিনতলা ভবনের বাইরের একটি দেওয়ালও ভেঙে দেওয়া হয়েছে। ওইপথে ১ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।’
অভিযানে উপস্থিত ছিলেন সিডিএ’র ইঞ্জিনিয়ার কাজী কাদের নেওয়াজ, ইঞ্জিনিয়ার নির্মল কুমার দত্ত, মিথু চৌধুরী ও সিএমপির একদল সদস্য।













