১৬ ডিসেম্বর ২০২৫

কর্ণফুলীতে ২ কোটি টাকার ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক দুই

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে কর্ণফুলীতে ২ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক মো. জাহাঙ্গীর (২২) ও সহকারী মো. আজিজুল হক (২৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে একটি কাভার্ড ভ্যান যোগে মৎস পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দেয়। কাভার্ড ভ্যানটি (চট্ট মেট্টো-ট-১১-৪৩৭১) র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালক ও সহযোগী দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের গ্রেফতার করে।

এ সময় কাভার্ডভ্যানটি তল্লাশি করে ড্রাইভারের সিটের নীচে সুকৌশলে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। কঠোর লকডাউনেও জরুরী পরিসেবার আওতায় মৎস্য ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে জব্দকৃত কাভার্ড ভ্যান যোগে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা বলে র‌্যাব জানায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ