কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকালে কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কমকর্তা (ভারপ্রাপ্ত) পীযুষ কুমার চৌধুরী।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমেদসহ সকল ইউপি সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা এবং এলাকার জনসাধারণ বৃন্দ।
এর আগে গত ১৫ জুন দেশে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় ১ সিটি করপোরেশন, ৬ পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনের অংশ হিসেবে চরপাথরঘাটা ইউপিতেও নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উক্ত নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন ছাবের আহমেদ।
৯ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত ৪১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে যারা নির্বাচিত হয়েছেন- চরপাথরঘাটা ১নং ওর্য়াড থেকে দ্বিতীয়বারের মতো সাইফুদ্দীন মানিক, ২নং ওর্য়াড থেকে প্রথমবারের মতো মোহাম্মদ আজাদ, ৩নং ওর্য়াড থেকে দ্বিতীয়বারের মতো ফরিদ জুয়েল, খোয়াজনগর ৪নং ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো তাহের আহমদ, খোয়াজনগর ৫নং ওর্য়াড থেকে প্রথমবারের মতো আনোয়ার হোসেন, খোয়াজনগর ৬নং ওয়ার্ড থেকে প্রথমবারের মতো আব্দুর নুর, ইছানগর ৭নং ওয়ার্ড থেকে সাইদুল হক, ৮নং ওয়ার্ড থেকে তাহের আহমদ এবং ৯ নং ওয়ার্ড থেকে প্রথমবারের মতো মো. সুমন।
অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনে- চরপাথরঘাটা ১, ২, ৩ নং ওয়ার্ড থেকে দ্বিতীবারের মতো আয়েশা আক্তার আয়েশা, খোয়াজনগর ৪, ৫, ৬ নং ওয়ার্ড থেকে নুরতাজ বেগম এবং ইছানগর ৭, ৮, ৯ নং ওয়ার্ড থেকে প্রথমবারের মতো জেসমিন আক্তার মায়া।













