৭ নভেম্বর ২০২৫

কর্ণফুলীর ডাবল মার্ডার মামলার মূলহোতা মোসলেম উদ্দীনসহ গ্রেফতার দুই

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আলোচিত ডাবল মার্ডার মামলার মূলহোতা মোসলেম উদ্দীনসহ এজাহারভুক্ত আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৯ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার (ওসি) মো. দুলাল মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ির মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. মোসলেম উদ্দিন (৩৮) এবং একই ইউনিয়নের দ্বীপকালার মোড়ল এলাকার কামালের বাড়ির জামাল আহমদের স্ত্রী মনোয়ারা বেগম(৪২)। এরা দুইজনই ডাবল মার্ডার হত্যা মামলার এজাহারভূক্ত ২ নং ও ৯ নং আসামি। ঘটনার দিন ৪ জনসহ এ ঘটনায় মোট ছয়জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনারের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জের নির্দেশে তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার গভীর রাতে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাদের আদালতে পাঠানো হবে।

এর আগে গত ২৫ এপ্রিল কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ২নং ওয়ার্ড ব্লকপাড় ইসমত হাজ্বীর বাড়িতে রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে নিশংসভাবে হত্যা করেছে তাদেরই জেঠাতো ভায়েরা। নিহতরা হলেন- শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমত হাজী বাড়ির তৈয়ব আহম্মদ সওদাগরের স্ত্রী হোসনেরা বেগম (৪৫) ও ছেলে পারভেজ উদ্দিন (২৩)।

পরে ২৬ এপ্রিল বিকেলে নিহত হোসনেরা বেগমের বড় ছেলে জাফর আহমদ (৩২) বাদী হয়ে মো. মহসীনকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, ডাবল মার্ডার হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামিসহ দইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, হত্যাকাণ্ডের মূল আসামি মোসলেম উদ্দীন ঢাকায় গ্রেফতার হয়েছে এ খবরে এলাকার সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। পুলিশের ওপর কর্ণফুলী এলাকার মানুষের আস্থা বেড়েছে বলেও জানান স্থানীয়রা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ