বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে নির্মাণাধীন একটি পানি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে ক্যানসাস-২ (গার্মেন্টস সেক্টর) পানি শোধনাগারের টিনশেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, টিনশেড নির্মাণের সময় ওয়েল্ডিং করতে গিয়ে শেডের প্লাস্টিকে আগুন লেগে যায়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাগর আহমেদ।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
বাংলাধারা/আরএইচআর













