২৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়ন ভেঙে হচ্ছে ৮ ইউনিয়ন

কর্ণফুলী প্রতিনিধি »

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শীঘ্রই হতে যাচ্ছে নতুন কাঠামোগত পরিবর্তন। ২০১৬ সালে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছিল কর্ণফুলী উপজেলা। প্রায় দীর্ঘ ছয় বছর পরে এসে চারটি ইউনিয়নকে ভেঙে আরও চারটি নতুন ইউনিয়ন করা হচ্ছে। কর্ণফুলী উপজেলায় মোট ৮টি ইউনিয়নে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) এ সম্পর্কিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী (সচিব) জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ১১ (৫) (খ) অনুযায়ী নতুন ইউনিয়ন গঠন এবং কোন ইউনিয়ন বা ওয়ার্ডকে একাধিক ইউনিয়ন বা ওয়ার্ডে বিভক্তকরণের এখতিয়ার সংশ্লিষ্ট জেলা প্রশাসকের বিদায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা, চরলক্ষ্য, চরপাথরঘাটা ও বড়উঠান ইউনিয়ন চারটিকে ভেঙে আটটি ইউনিয়ন গঠনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ খবরের পর থেকে কর্ণফুলীর জনসাধারণের মনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কেউ কেউ মনে করেন নতুন ইউনিয়ন সৃষ্টি হলে উন্নয়ন অগ্রগতি ও বিচারকার্য সম্পাদন এবং ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন অনেকে।

আবার কারো কারো মতে, নতুন ইউনিয়ন সৃষ্টি হলে মানুষের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সংশোধন সংক্রান্ত বিষয়ে নতুন করে ভোগান্তিতে পড়তে হবে জনগণকে।

প্রসঙ্গত, বাংলাদেশের ৪৯০তম উপজেলা হিসেবে ২০১৬ সালে কর্ণফুলী উপজেলার পথ চলা শুরু হয়। কর্ণফুলীর উপজেলার মোট আয়তন ৫৫ দশমিক ৩৫ বর্গ বর্গকিলোমিটার। ২০১০ সালে প্রায় ৩৮০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর উপর নির্মিত হয়েছে শাহ আমানত সেতু। এর পর থেকে সরকারি নানা উন্নয়নমুখী অবকাঠামো এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান স্থাপনার মাধ্যমে বদলে যায় কর্ণফুলী উপজেলার চেহারা।

আরও পড়ুন