কর্ণফুলী প্রতিনিধি »
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে কর্ণফুলী নদীর ৫নম্বর ঘাটের এস এ গ্রুপ ফ্যাক্টরি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ জানান, কর্ণফুলী নদীর ৫ নম্বর ঘাটের এস এ গ্রুপ ফ্যাক্টরি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেন জানান নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ।













