বাংলাধারা প্রতিবেদন »
কর্ণফুলী নদী থেকে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম ফাইয়াজ নুর (২১)
শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে কর্ণফুলী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফাইয়াজ নগরের বায়েজিদ থানার শেরশাহ কলোনীর মেহাম্মদ নুরুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, দুপুর সাড়ে ১২টায় কর্ণফুলী নদীর মোহনায় মানুষের ভীড় দেখলে সদরঘাট নৌ-থানা পুলিশের দায়িত্বরত অফিসাররা গিয়ে লাশটি দেখতে পায়। যুবকের লাশটি বায়েজিদ এলাকার জানতে পেরে আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে লাশ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়াধীন চলছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, আমরা বিষয়টি যাচাই বাছাই করার জন্যে পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাধারা/এফএস/এআই













