রাঙ্গুনিয়া প্রতিনিধি »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র ও বিএনপির কেন্দ্র ঘোষিত দলীয় দায়িত্ব পালন করতে গিয়ে রাজনৈতিকভাবে নির্যাতিত দলীয় নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রি পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি. সহসভাপতি মো. আনছুর উদ্দিন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০ টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ছাত্রদল নেতা দুলালের পরিবারকে সামাজিক দুরত্ব বজায় রেখে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরবর্তিতে পৌরসভার অসহায় শ্রমজীবী খেটে খাওয়া কর্মহীন ২শ ব্যাক্তি ও দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা আনছুর।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ সাবেরুল ইসলাম, মহসিন তালুকদার, মো. রাসেদ, মো. তানভীর ও রুবেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
ছাত্রনেতা মো. আনছুর উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় ব্যক্তি ও দলের জন্য নিবেদিত নেতাকর্মীদেরকে আমরা সহযোগিতা করে যাব। আমাদের এই সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













