২৩ অক্টোবর ২০২৫

কলকাতায় প্রথমবার জন্মদিন উদযাপন, আবেগতাড়িত জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মঙ্গলবার (১ জুলাই) উদযাপন করলেন তার জন্মদিন। তবে এবার ঢাকায় নয়, জন্মদিনের দিনটিতে তিনি ছিলেন কলকাতায়, নতুন ছবি ‘ডিয়ার মা’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সেখানে।

এই প্রথম কলকাতায় জন্মদিন উদযাপন করছেন—এ নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া। সোমবার রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় তার প্রাক-জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ‘ডিয়ার মা’ টিমের সদস্যরা।

জয়ার পছন্দের চকোলেট কেক আনা হয়, সঙ্গে ছিল গুড়ের পায়েসও—যা তার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল। কেক কাটার পর ‘ডিয়ার মা’ সিনেমায় জয়ার অনস্ক্রিন মা সোনালি গুপ্ত নিজ হাতে তাকে কেক খাইয়ে দেন।

জয়া বলেন, “এবারই প্রথম কলকাতায় জন্মদিন উদযাপন করছি। ঢাকাতেও এমনভাবে কখনো উদযাপন হয়নি। জন্মদিনে উপহার পেতে আমি এখনও খুব ভালোবাসি।”

তবে এবারের জন্মদিনে মায়ের সঙ্গে দেখা হয়নি তার। ভিডিও কলে কথা বলে সে আক্ষেপ কিছুটা কাটিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “মা আমার জন্মদিনে লুকিয়ে অনেক কিছু আয়োজন করেন, যদিও কিছুই লুকিয়ে রাখতে পারেন না। এবার তাকে খুব মিস করছি। বললাম, এই প্রথম পায়েস খেলাম জন্মদিনে। শুনে মা খুব খুশি হলেন।”

জয়ার জন্মদিনে শুটিংও ছিল ব্যস্ততার অংশ। বর্তমানে তিনি কাজ করছেন ‘অর্ধাঙ্গিনী ২’ সিনেমায়।

উল্লেখ্য, ‘ডিয়ার মা’ ছবিতে জয়াসহ অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সায়ন মুন্সীসহ আরও অনেকে।

আরও পড়ুন