২৩ অক্টোবর ২০২৫

কলম বিরতি চলছে চট্টগ্রাম কাস্টম হাউসে

দেশের অন্যান্য রাজস্ব অফিসের সাথে সংহতি প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে ‘কলম বিরতি’ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম কাস্টম হাউস ।

সোমবার (২৩ জুন) সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা তাদের নিয়মিত দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে এ প্রতীকী কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আন্দোলনকারী কর্মকর্তারা জানান, সম্প্রতি প্রণীত রাজস্ব অধ্যাদেশটি রাজস্ব প্রশাসনে জটিলতা তৈরি করবে, যার ফলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়তে পারে। তাদের মতে, একটি অদক্ষ ও অস্বচ্ছ কাঠামো চাপিয়ে দেওয়া হলে দেশের রাজস্ব সংগ্রহ ব্যবস্থাও হুমকির মুখে পড়বে।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— বিতর্কিত রাজস্ব অধ্যাদেশটি অবিলম্বে বাতিল করা, রাজস্ব আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা এবং একটি সময়োপযোগী ও টেকসই রাজস্ব নীতি প্রণয়ন করা

আন্দোলনকারী কর্মকর্তারা মনে করছেন, এনবিআর বিলুপ্তির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তাদের মতে, এই অধ্যাদেশ যদি বাস্তবায়ন হয়, তাহলে রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দিতে পারে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

তাদের দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সেই সঙ্গে সরকারের প্রতি দ্রুত এবং বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন