চট্টগ্রামের আনোয়ারায় কলাগাছের গাছের পাতা কাটার ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে মারধরের শিকার হওয়া ফাতেমা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৭ মে) বিকালে বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় মারধরের ঘটনায় আহত হন ফাতেমা। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।
নিহত ফাতেমা স্থানীয় নুরুল ইসলামের মেয়ে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাছার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।
নিহত ফাতেমার ভাই মো. আমিন জানায়, গত বুধবার বিকালে আমার বোন ফাতেমা বাড়ির পাশের কলা গাছ থেকে পাতা কাটছিল। এমন সময় হঠাৎ আমার চাচাতো ভাই রেজাউল করিম (৪০) ফাতেমাকে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে বেধম মারধর করে। এর ফলে সে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্বার করে চমেক হাসপাতালে নিয়ে যাই। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়।













