বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে কলেজ ছাত্র আসকার বিন ইভান (১৮) খুনের ঘটনায় জড়িত আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি টিপ ছোরাও উদ্ধার করা হয় কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)।
পুলিশ জানায়, নিহত ইভানসহ মারামারিতে জড়িত সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। জামালখানে ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সংঘাতের জেরে প্রাণ হারায় কলেজ ছাত্র ইভান।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতার সজীবের দেওয়া তথ্যমতে জামালখান বাই লেইনের একটি নালার ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।













