৩০ অক্টোবর ২০২৫

কলেজছাত্র রিদুয়ান হত্যা মামলার আসামি সোহাত গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় কলেজ ছাত্র আলোচিত রিদুয়ান হত্যা মামলার পলাতক আসামি সোমরাত উদ্দিন সোহাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) ভোর রাতে শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি সাইফুল আলম।

গ্রেফতার সোহাত কক্সবাজার সদর থানার দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদল করিমের ছেলে।

ডিবি সূত্র জানায়, গত ২৮ মার্চ সন্ধ্যার পর শহরের সিটি কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের ধারালো ছুরির আঘাতে চট্টগ্রাম মহসীন কলেজের ছাত্র রিদুয়ান খুন হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতার সোহাতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আরও পড়ুন