লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় ছাদেক হোসেন (২০) নামে এক কলেজছাত্রের হাতে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ পুরাতন মা- মনি হাসপাতালের পিছনে এ ঘটনা ঘটে। ছাদেক উপজেলার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়ার দেলোয়ার হোসেনের পুত্র ও গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী।
ছিনতাইয়ের শিকার ছাদেক বাংলাধাকে বলেন, ঘটনার দিনে বাড়ি থেকে আমিরাবাদ যাওয়ার সময় পুরাতন মা-মনি হাসপাতালের পিছনে খাইর আহমদ মৌলভীর বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী পথ গতিরোধ করে।
তিনি জানান,এসময় আমাকে ছুরিকাঘাত করে একটি আই-ফোন ইলেবেন, আরেকটি স্মার্ট ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার থানায় অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, পুরাতন মা-মনি হাসপাতালে পিছনের গলিতে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ পর্যন্ত প্রশাসন কোন ছিনতাইকারীকে আটক করেনি। উঠতি বয়সের যুবকরা প্রায় সময় আড্ডা দেয়। মাদকের ছড়াছড়ি এ জায়গায়। মুখ খুলতে সাহস করছেন না কেউ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলাধারাকে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।












