২৪ অক্টোবর ২০২৫

কাজীর দেউড়িতে বখাটের ছুরিকাঘাতে আহত যুবক

বাংলাধারা প্রতিবেদক »

নগরের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকায় ইয়ামিন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে আউটার স্টেডিয়ামের মুক্তমঞ্চের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত ইয়ামিন কোতোয়ালি থানার এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকার মজুবুল হকের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজীর দেউড়ি মুক্তমঞ্চ এলাকায় পূর্বশত্রুতার জেরে বহিরাগত ১৫ থেকে ২০ জন বখাটে ইয়ামিন নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন। বর্তমানে তিনি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরও পড়ুন