হাটহাজারী প্রতিনিধি »
হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে সঞ্জিতা চাকমা (৩৫) নামে এক কাজের বুয়ার দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকর্তী খুন হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানসনে খুনের ঘটনাটি ঘটে। নিহত গৃহকর্তী ঢাকা সিরাজগঞ্জ এলাকার মোঃ শহিদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত সঞ্জিতা চাকমা রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী।
স্থানীয়রা জানান, কাঁঠাল ভাঙ্গা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত সঞ্জিতা চাকমা গৃহকর্তীকে দা দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় মর্জিনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে দুপুর বারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
অভিযুক্ত সঞ্জিতা চাকমা পালানো অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয় এবং পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, কাজের বুয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।












