বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় বিয়ের মাত্র ২২ দিনের মাথায় করোনায় এক যুবক মারা গেছেন। নিহত যুবকের নাম মো. ওয়াহিদুল আলম ওয়াহিদ (২৮)।
শনিবার (১৭ জুলাই) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ওয়াহিদুল আলম উত্তর কাট্টলী ওয়ার্ডের কুতুব বাড়ির মরহুম হাজী ইব্রাহিম সওদাগরের ছেলে।
জানা যায়, মাত্র ২২ দিন আগে ওয়াহিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার খারাপ লাগছিল। প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। কিন্তু কিছুদিন পর থেকে তার জ্বর অনুভব ও কাশি শুরু হয়। এরপর করোনা টেস্ট করালে পজিটিভ আসে। চারদিন আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইফ্লো অক্সিজেন না পাওয়ায় চারটি হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে। পরে আজ ভোর ৪টায় মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা গেছে, শনিবার দুপুরে উত্তর কাট্টলী কুতুব মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













