কাতার আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও কাতার সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি সৈয়দ আরিফ উদ্দিনের সাথে সৌজন্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ মে) রাতে নগরীর পূর্ব বাকলিয়া সৈয়দ আমান আলী পেশকার বাড়ী’র নিজ বাড়িতে সৈয়দ আরিফ উদ্দিনের মা’র জেয়াফত অনুষ্ঠানে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

সৌজন্য সাক্ষাৎ করনে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ট্রেডার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আনোয়ার, পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ইসমাইল হোসেন মিলনসহ অনেকে। বিজ্ঞপ্তি













