‘বই এর বিকল্প নেই’ এই স্লোগান নিয়ে কানাডার টরন্টো শহরে শুরু হলো ১৭তম টরন্টো বইমেলা। শনিবার (২২ জুলাই) টরন্টোর ডজ রোডে এ বইমেলার আয়োজন করে ‘অন্যমেলা’। মেলার উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সাঈদুল হক চৌধুরী।
টরন্টো ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার থেকে শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনব্যপী এ বাংলা বইমেলা। মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম পি পি ডলি বেগম, টরন্টোর বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ লুৎফর রহমান।
বইমেলায় সাদী আহমেদের সভাপতিত্বে আরো অংশ নেন জসিম মল্লিক, জিন্নাহ চৌধুরী, জাফর আহমদ রাশেদ, মনিরুল ইসলাম,জসীম উদ্দিন, জহুরুল আবেদিন জুয়েল, অরুণা হায়দার, সুলতানা হায়দার,ফারহানা শান্তা, মৈত্রী দেবী, দিলারা নাহার বাবু, কাজী আবদুল বাসিত, তাপস কর্মকার, হাসান মাহমুদ, লিলি ইসলাম, শহীদ খোন্দকার, হিমাদ্রি রায়, ড মাহতাব শাওন, দীপংকর দাশ, আহমদ হোসেন, রেজা অনিরুদ্ধ, লেসা সুসান, হোসনে আরা জেমী, মৌ মধুবন্তী, মোস্তফা চৌধুরীসহ প্রমুখ।













