২৩ অক্টোবর ২০২৫

কাপ্তাইয়ে চিৎমরমে অনুষ্ঠিত হলো সাংগ্রাই উৎসব

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হলো মারমা সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘সাংগ্রাই’, যা বাংলায় পরিচিত ‘জলখেলী উৎসব’ নামে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উৎসব ঘিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের মিলনমেলা বসে চিৎমরমে।

সাংগ্রাই জল উৎসব মূলত পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার এক অনন্য সংস্কৃতি। মারমা যুবক-যুবতীরা একে অপরকে পানি ছিটিয়ে পুরোনো বছরের দুঃখ-কষ্ট ধুয়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রতীকী বার্তা দেন।

উৎসব উপলক্ষে সকাল ১০টায় বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ চৌধুরী। এ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

অতিথিরা বলেন, “পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। সাংগ্রাইয়ের মতো সামাজিক উৎসব এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে চিৎমরম এলাকায় বসে বৈশাখী মেলা। বিভিন্ন ধরনের হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের দোকানে ছিল উপচে পড়া ভিড়। সন্ধ্যায় হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেয় স্থানীয় শিল্পীরা।

উৎসব উদযাপন কমিটির সদস্যরা জানান, “সাংগ্রাই আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এই উৎসবের মাধ্যমে আমরা ভেদাভেদ ভুলে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নতুন বছরকে স্বাগত জানাই।”

চিৎমরম জুড়ে ছিল আনন্দ-উল্লাসের রঙ। জল ছিটিয়ে, হাসি বিনিময়ে, সংস্কৃতির আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল পাহাড়ি জনপদ।

আরও পড়ুন