বাংলাধারা ডেস্ক »
রাঙামাটির কাপ্তাইয়ে গভীর অরণ্য থেকে অতিবিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে; যেটি পাচার হচ্ছিল বলে দাবি বনবিভাগের।
শনিবার বেলা ১১টার দিকে ব্যঙছড়ি বিটের গভীর অরণ্য থেকে বানরটি উদ্ধার করা হয় বলে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান।
বনবিভাগ জানায়, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটি অতিবিপন্ন প্রাণী।
রেঞ্জ কর্মকর্তা বলেন, ‘এক পাহাড়ি ব্যক্তি বানরটি পাচার করা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, এমন গোপন সংবাদে বনপ্রহরীদের নিয়ে আমরা সেখানে যাই। এ সময় কাগজের বাক্সবন্দী অবস্থায় বানরটি ফেলে দৌঁড়ে জঙ্গলে পালিয়ে যান পাচারকারী। পরে বনপ্রহরী মো. গিয়াসউদ্দিন, মো. আবু বক্কর, মো. আক্তার হোসেনের সহযোগিতায় বানরটি উদ্ধার করি।’
খন্দকার মাহমুদুল হক আরও জানান, লজ্জাবতী এ বানরটি ২০১৫ অনুযায়ী রেডলিস্টে থাকা একদম সংকটাপন্ন ও বিরল প্রজাতির। শনিবার রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে প্রাণীটি অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।













