৮ ডিসেম্বর ২০২৫

কাপ্তাইয়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আড়তদারের মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি »

কাপ্তাই লেকে নৌকাডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আড়তদার ইমাম হোসেনের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২৯ মে) দুপুর ১টায় তার লাশ উদ্ধার করা হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে লেকে লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার (২৮ মে) রাত সাড়ে আটটার দিকে রিজার্ভ বাজার থেকে এক কিলোমিটার দূরে কাপ্তাই লেকের কাইন্দারমুখে ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনি নিখোঁজ হন।

আরও পড়ুন