রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বাঁধের সব ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একযোগে জলকপাটগুলো খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জানান, হ্রদের পানির অতিরিক্ত চাপ সামাল দিতে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। এতে স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আরও জানা যায়, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যা থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতিনিয়ত ৩২ হাজার কিউসেক পানি নিঃসৃত হচ্ছে। জলকপাট ও ইউনিট মিলিয়ে বর্তমানে কর্ণফুলী নদীতে মোট ৪১ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। শেষ পর্যন্ত এসব পানি বঙ্গোপসাগরে গিয়ে মিশছে।
এর আগে সোমবার বিকেলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় স্পিলওয়ে খুলে দেওয়া হতে পারে। এতে করে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।