১ নভেম্বর ২০২৫

বিক্রি হলো ৫৭ হাজার টাকায়

কাপ্তাই হ্রদে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বাঘাইড়

রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘাইড় মাছ। মাছটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মাছ মৎস্য ব্যবসায়ী তৈয়বের দোকানে নিয়ে বিক্রির জন্য আনা হলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

কাপ্তাই হ্রদ থেকে আহরিত ২৩ কেজি ওজনের এতো বড় মাছটি পাইকারি ধরে ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ী আবু তৈয়ব।

বিগত কয়েক দশকে কাপ্তাই হ্রদে এই ধরনের বড় মাছ আর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় মৎস্য ব্যবসায়ি ও জেলেরা।

এদিকে খবর পেয়ে মাছটি বনরূপা বাজারের আরেকজন ব্যবসায়ি ২৫শ টাকা কেজি ধরে কিনে নিয়ে যায়। বাঘাইড় মাছটি রাঙামাটির সুবলংয়ের কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পরে। পরে সেটি জেলেসর্দারের মাধ্যমে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ব্যবসায়ি আবু তৈয়ব ও আব্দুস শুক্কুরের কাছে নিয়ে আসা হয়।

রিজার্ভ বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ি রাখাল নাথ ও মো. ইউছুফ জানিয়েছেন, আমরা রাঙামাটিতে দীর্ঘ ৪০ বছর মাছের ব্যবসা করে আসছি। এই প্রথমবার এতোবড় বাঘাইড় মাছ ধরা পড়লো স্বচক্ষে দেখলাম।

এদিকে, রাঙামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউট’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, কাপ্তাই হ্রদে বাঘাইড় মাছের অস্থিত্ব আগে থেকেই রয়েছে, বিগত ২০১৯, ২০২০, ও ২০২১ সালে কাপ্তাই হ্রদে ২ থেকে ৪ কেজি ওজনের বাঘাআইড় মাছ পাওয়া গেলেও এতোবড় বাঘা আইড় মাছ আগে ধরা পড়েছে এমন তথ্য আমার কাছে নাই আর আমি নিজে চোখেও দেখিনি।

আরও পড়ুন