আলমগীর মানিক, রাঙামাটি »
রাঙামাটির কাপ্তাই হ্রদে বালুবাহী ইঞ্জিনবোটের সাথে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায়।
শুক্রবার বিকেল ৩টার দিকে সময় লংগদু উপজেলার কাট্টলী বিলের গাছ টিলা নামক স্থানে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন।
দুর্ঘটনার সময় উক্ত স্পিডবোটে সর্বমোট ৯ জন যাত্রী ছিল এবং ঘটনা পরবর্তী স্থানীয়রা ৭ জনকে উদ্ধার করতে পারলেও দুইজনকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজরা হলেন- বাঘাইছড়ির ক্যাংড়াছড়ি গ্রামের মুক্ত লাল চাকমার ছেলে লিটন চাকমা (২০) এবং সুবলং বরকলের হাজাছড়া গ্রামের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)। দুজনই শিজক কলেজের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, বালুবাহী দেশীয় ইঞ্জিনবোটটি রাঙামাটি থেকে ছেড়ে লংগদু যাচ্ছিল এবং যাত্রীবাহি স্পিডবোটটি রাঙামাটির রাজবন বিহারে আজ অনুষ্ঠিত হতে যাওয়া কঠিন চীবর দানানুষ্ঠানে যোগদানের জন্য আসতেছিল।
বালুবাহী বোট চালক নজরুল ইসলাম জানান, আমি বোটে নামাজ পড়ে ছাদে উঠতেই দেখি স্পিড বোটটি আমার বোটের কাছাকাছি, ফলক পড়তেই এসে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।
স্পিড বোট চালক হিমেল চাকমা বলেন, হঠাৎ আমার চোখের মধ্যে কিছু একটা পড়েছে বলে মনে হয়। তখন আমি এক হাতে চোখ পরিষ্কার করতে থাকি তখনই মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানিয়েছেন, ঘটনাটি জানার পরপরই পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। রাঙাগামাটি থেকে ডুবির দল আসতেছে নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।













