২৪ অক্টোবর ২০২৫

কাপ্তাই হ্রদে যান চলাচল বন্ধ ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি »

রাঙামাটিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য আঘাত থেকে ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ-যান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

দুর্যোগ মোকাবেলায় সোমবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।

সভায় জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, দমকল বাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ভারি বর্ষণ শুরু হলেই পাহাড়ের ঢালে বসবাসকারিদের দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। কেউ স্ব-ইচ্ছায় না গেলে জোর করে আশ্রয় কেন্দ্রে নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে উক্ত সভায়। একই সাথে মেডিকেল টীম ও কুইক রেসপন্স টীমও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন