২৯ অক্টোবর ২০২৫

কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ; নিহত ১০৩

আন্তর্জাতিক ডেস্ক»

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০৩ জন। আর আহত হয়েছে প্রায় ১৫০ জন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনা এবং ২৮ জন তালেবানও রয়েছে। মেডিকেল সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে এক টেলিগ্রাম বার্তায় এটি ‘আত্মঘাতী হামলা’ ছিল বলে উল্লেখ করেছে। গত বুধবার হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের তিনটি প্রবেশপথ থেকেই তাদের নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছিল। এরপর, গতকাল বৃহস্পতিবার ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের নাগরিকদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেয়।

এদিকে ওই বিস্ফোরণের পর প্রাথমিকভাবে ১২ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও একজন মার্কিন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে ১৮ জন।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, অ্যাবে গেটে হামলায় আহত হওয়া আরেক সেনা সদস্য মারা গেছেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন