৩০ অক্টোবর ২০২৫

কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

নগরের টাইগার পাস এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চকবাজার থানাধীন ল্যাবরেটরি স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বলেন, টাইগার পাস মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক। পরে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন