বাংলাধারা প্রতিবেদন »
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম নগরীর ২৫নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর লিটন।
সোমবার (১৫ জুন) দুপুরে বদরউদ্দিন আহমদ কামরানের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
বদর উদ্দিন আহমদ কামরান সোমবার (১৫ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
এর আগে গত ৫ জুন করোনা শনাক্ত হয় তার। গত ২৭ মে তার স্ত্রী, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা শনাক্ত হওয়ার পরদিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৭ জুন তাকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ জুন তাকে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়।

বদরউদ্দিন আহমদ কামরানের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে স্মৃতিচারণ করেছেন আব্দুস সবুর লিটন। মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনও করেন তিনি।
শোকার্ত বার্তায় আব্দুস সবুর লিটন শোক ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলন, ‘আমরা গভীর শোকাহত। আওয়ামী লীগের আরও এক নক্ষত্রের বিদায়। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান ভাই আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঢাকা সিএম এইচ হাসপাতালে ইন্তেকাল করেন। আমরা তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’
২৫নং রামপুর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর লিটন বাংলাধারাকে বলেন, বদরউদ্দিন আহমদ কামরান ভাই সিলেটের মাটি ও মানুষের নেতা যেমন ছিলেন তেমনি সব আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখযোদ্ধা। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। আওয়ামী লীগের রাজনীতিতে তার অসামান্য অবদান রয়েছে। আমার সাথে তাঁর অতীতের স্মৃতিগুলো বারে বারে নাড়া দিয়ে যাচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













