৮ নভেম্বর ২০২৫

‘কারওয়ান বাজার’— রাজধানীর ব্যস্ততম বাজার

ফাহিম আল সামাদ, ঢাকা থেকে »

অনেকের কাছে বাজার করা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। দর কষাকষি থেকে শুরু করে টাকটা বাজার করতে না পারা যেন যুদ্ধে পরাজিত হওয়ার মতো। রাজধানীর ব্যস্ততম বাজার ‌‘কারওয়ান বাজার’। শোনা যায়, ১৭‘শ শতাব্দী থেকেই এখানে বাজার ছিল। ১৮‘শ শতাব্দীর শেষের দিকে কারওয়ান সিং নামের একজন মারওয়াড়ী ব্যবসায়ী এখানে প্রথম মার্কেট খোলেন। তার নামেই এই বাজারের নামকরণ হয়েছে।

সব হিসেব নিকেশ করে নিয়েছেন। এবার বাজারগুলো একে একে করতে হবে
নাহ। শুধু সবজিতে হবে না। একটু মাছও চাই। তেলাপিয়ার দোপেয়াজা কিংবা পাঙ্গাস ভাজা হবে আজকে
এত এত টাটকা মাছ! কি ফেলে কি নেওয়া যায় তা ভেবেই কূল পাচ্ছেন না ক্রেতারা।
মাছ কেনা শেষ। এবার কাটার পালা। ছোট ছোট পিস করে কেটে নিয়ে যাওয়ার অপেক্ষা
নাহ আরও কিছু মাছ নেওয়া উচিৎ। হাজার হলেও আমরা মাছে-ভাতে বাঙালি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ