২৬ অক্টোবর ২০২৫

কারাগারে পান্তা-ইলিশে বর্ষবরণে মাতবে পাঁচ হাজার বন্দি

পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা প্রায় পাঁচ হাজার বন্দির জন্য থাকছে বিশেষ আয়োজন। উৎসবের দিন কারাবন্দিরা উপভোগ করবেন পান্তা-ইলিশ, সঙ্গে থাকছে পান-সুপারি ও মিষ্টান্ন। বন্দিদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও, যেখানে গাইবেন কারাগারের নিজস্ব শিল্পী দল।

রবিবার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন। তিনি বলেন, “কারাবিধি অনুযায়ী প্রতিটি উৎসবেই বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে এবারের পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে একটি রঙিন আয়োজন করা হচ্ছে, যাতে উৎসবের আমেজ বন্দিরাও উপভোগ করতে পারেন।”

ইলিশ মাছ সংগ্রহ করা হচ্ছে কারাগারের ঠিকাদারদের মাধ্যমে। এ ছাড়া বন্দিদের জন্য থাকছে পোলাও, মিষ্টি ও পান-সুপারির ব্যবস্থাও। দিনভর কারাগারের ভেতর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দিদের নিজস্ব গায়কদল গান পরিবেশন করবে। বাইরে থেকে শিল্পী এনে অনুষ্ঠান আরও প্রাণবন্ত করারও চেষ্টা চলছে।

কারা কর্তৃপক্ষ জানায়, পহেলা বৈশাখ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উৎসবের দিন বন্দিরা যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এ আয়োজন নতুন বছরের শুভ সূচনায় বন্দিদের মুখে হাসি ফোটাবে বলেই প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন