চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী কারাবন্দি অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, সাবেক এই এমপি বুকের ব্যথা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোমর ব্যথাসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।
ইকবাল হোসেন বলেন, “বয়সজনিত কারণে তিনি অনেক রোগে আক্রান্ত। তবে এখনো তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কারা কর্তৃপক্ষের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। আপডেট পেলে জানানো হবে।”
এর আগে, গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে আবু রেজা নদভীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে লালবাগের আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১২ জানুয়ারি তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে, সাতকানিয়া ও লোহাগাড়া থানার পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
আবু রেজা নদভী দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৫ (আংশিক সাতকানিয়া ও লোহাগাড়া) আসন থেকে নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেও দলীয় বিদ্রোহী প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের কাছে পরাজিত হন।
তার বিরুদ্ধে নিজ এলাকায় বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের ওপর নিপীড়ন এবং জামায়াত নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) দখলের অভিযোগ রয়েছে।
এআরই/বাংলাধারা













