১৩ ডিসেম্বর ২০২৫

কারিগরি শিক্ষাকে এগিয়ে নিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা

সীতাকুণ্ড প্রতিনিধি »

জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন। কারণ তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পর কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় পিতার স্বপ্ন পূরণে দিনরাত কাজ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি যখন ২০০৮ সালে প্রধানমন্ত্রী হন তখন মাত্র ১শতাংশ মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত ছিলো। বর্তমানে ১৮ শতাংশে এসে দাড়িয়েছে। উন্নত দেশে সকল ছাত্রকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। সেদিন আর দূরে নয় যেদিন আমাদের দেশেরও ভবিষ্যত প্রজম্ম শতভাগ কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে।

সোমবার (২২ মার্চ) দুপুরে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল ও কলেজে আয়োজিত বই বিতরণ ও অবিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক যুগ্ন সচিব ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)আ.স.ম জামশেদ খোন্দকার ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষার্থী,অবিভাবক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন সবাইকে গ্র্যাজুয়েড-মাষ্টার্স হতে হবে না। কিন্তু কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারলে পৃথিবীর কোনো স্থানে কাজের অভাব হবেনা। শেষে প্রধান অতিথি বিনামূল্যে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ