৩০ অক্টোবর ২০২৫

কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসবে মঙ্গলবার

বাংলাধারা প্রতিবেদন »

আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ থেকে জরুরি ভিত্তিতে কার্গো উড়োজাহাজের মাধ্যমে বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। মিসর থেকে এস আলম গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান মঙ্গলবার কার্গো বিমানযোগে ঢাকায় পৌঁছাবে।

শনিবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

অন্য আমদানিকারকদের পেঁয়াজ পর্যায়ক্রমে কার্গো উড়োজাহাজে ঢাকায় পৌঁছাবে। মূল্য স্বাভাবিক রাখতে এভাবে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তুরস্ক থেকে, এস আলম গ্রুপ মিসর থেকে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে পেঁয়াজ আমদানি করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। বিকল্প হিসেবে বাংলাদেশ মিয়ানমার থেকে এলসি এবং বর্ডার ট্রেডের মাধ্যমে প্রয়োজনীয় পেঁয়াজ আমদানি করছে। এছাড়া মিসর ও তুরস্ক থেকেও এলসির মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন