২৯ অক্টোবর ২০২৫

কার ‘ড্রিম গার্ল’ হচ্ছেন অনন্যা

বিনোদন ডেস্ক »

এই সময়ের বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার দর্শকপ্রিয় সিনেমাগুলোর একটি ‘ড্রিম গার্ল’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। এবার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি।

সম্প্রতি ‘ড্রিম গার্ল টু’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে শুরুতেই দেখা মিলেছে আয়ুষ্মান খুরানার। এবার এই অভিনেতার বিপরীতে রয়েছেন অনন্যা পান্ডে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের।

ইনস্টাগ্রামে টিজারটি পোস্ট করেছেন অনন্যা পান্ডে। এর ক্যাপশনে লেখেন, ‘আপনাদের ড্রিম গার্ল আবার আসছে। পূজার সঙ্গে দেখা করুন ২০২৩ সালের ২৩ জুন অর্থাৎ ঈদে।’

জানা গেছে, ‘ড্রিম গার্ল টু’ পরিচালনা করবেন রাজ শান্দিল্য। আয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করবেন আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক ব্যানার্জি।

আরও পড়ুন