২৪ অক্টোবর ২০২৫

কালবেলার ফটোসাংবাদিক মোহাম্মদ সুমনের আন্তর্জাতিক স্বীকৃতি

দৈনিক কালবেলার ফটোসাংবাদিক মোহাম্মদ সুমন রাশিয়ায় অনুষ্ঠিত অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

খেলাধুলা ক্যাটাগরিতে প্রথম স্থান এবং মাই প্ল্যানেট ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছেন তিনি। সম্প্রতি রাশিয়া থেকে পাঠানো পুরস্কার হাতে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন এই তরুণ ফটোসাংবাদিক।

পুরস্কার হাতে নিয়ে মোহাম্মদ সুমন বলেন, ‘আন্তর্জাতিক অ্যান্ড্রেই স্টেনিন প্রেস ফটো কনটেস্ট ২০২৪-এর ১০ম আসরে প্রথম স্থান অর্জন করতে পেরে আমি আনন্দিত। এই সাফল্য আমি সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।’

এ বিষয়ে কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, ‘সুমনের এই অর্জনে আমরা সবাই গর্বিত। আগামীতেও ভালো কাজের মাধ্যমে কালবেলা পরিবার এগিয়ে যাবে।’

প্রতিযোগিতায় ৩৬টি দেশের ৫৫৭ জন প্রতিযোগী অংশ নেন। চীন, ইকুয়েডর, ফ্রান্স, ভারত, ইরান, ইতালি, মেক্সিকো, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সিরিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আলোকচিত্রশিল্পীরা এতে অংশ নেন।

বিচারকরা দুই হাজারেরও বেশি ছবি পর্যালোচনা করে ১০টি দেশের ৩২ জন তরুণ আলোকচিত্রশিল্পীর কাজকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন।

আরও পড়ুন