কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার সদরের খরুলিয়ায় কালবৈশাখী ঝড়ো বৃষ্টিতে বজ্রঘাতে দিনমজুরের মৃত্যু হয়েছে।
শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঝিলংজার ৯নং ওয়ার্ডের খরুলিয়া বড়ুয়া পাড়া গ্রামের বটগাছ তলা তিন রাস্তার মাথায় নদীতে কাঁকড়া ধরতে যাওয়ার পথে এ বজ্রাঘাতের দুর্ঘটনা ঘটে।
নিহত সুনিল বড়ুয়া (৪৩) ঝিলংজার খরুলিয়ার বড়ুয়া পাড়া গ্রামের চিত্ত বড়ুয়ার ছেলে। পেশায় তিনি দিনমজুর। পাশাপাশি নদী থেকে কাঁকড়া ধরে বিক্রি করতেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন ও সুনিলের চাচাতো ভাই হিরু বড়ুয়া জানান, শনিবার বিকেলে হঠাৎ কালবৈশাখী এসে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুনিল বাড়ির পাশের নদীতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা হন। হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিপু সুলতান বলেন, পরিবারের আহার যোগানোর উদ্দেশ্য কাঁকড়া শিকারে যাবার পথে সুনীলের অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার পরিবারের সদস্যদের অকুল পাতারে ফেলেছে।উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ মিলে তার পরিবারকে সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।













