বাংলাধারা ডেস্ক »
কর্ণফুলী নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত ‘কালুরঘাট রেল সেতু’টি অনেক আগেই ঝুঁকিপূর্ণ্যের তালিকায় জমা পড়েছে। বর্তমানে এ সেতুতে বেড়েছে যান চলাচল। পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও দ্বিগুণে গিয়ে দাঁড়িয়েছে। সেতুটি পার হতে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
জানা গেছে, এসব চাপ, ঝুঁকি ও ভোগান্তি এড়াতে কালুরঘাট সেতু স্বাভাবিক রাখার পাশাপাশি ফেরি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
ধারণা করা হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে ফেরি চালু করার মাধ্যমে বড় যানবাহনের চলাচল স্বাভাবিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা । তিনি বলেন, কালুরঘাট সেতুতে ফেরি চালু এবং এপ্রোচ সড়ক নির্মাণের জন্য প্রাক্কলন (প্রস্তাব) তৈরি করছি। এরপর টেন্ডার হবে। আশা করছি, দুয়েক মাসের মধ্যে ফেরি সার্ভিস চালু করতে পারবো।
ফেরি চালু হলে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখা হবে নাকি বন্ধ করা হবে জানতে চাইলে তিনি বলেন, সেটাতো আমরা বলতে পারবো না। কালুরঘাট সেতুতে যান চলাচলের সুযোগ থাকবে কিনা তা রেলওয়ে সিদ্ধান্ত নেবে। ফেরি চালু হলে তা সেতু পুনরায় নির্মাণ না হওয়া পর্যন্ত সার্ভিস দিবে। এটি ওই আসনের এমপি (সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ) ডিও লেটারের কারণেই দেওয়া হচ্ছে।













