২৯ অক্টোবর ২০২৫

কালুরঘাটের যানজট নিরসনে কর্ণফুলীতে চালু হচ্ছে ফেরি

বোয়ালখালী প্রতিনিধি »

কালুরঘাটে যানজট নিরসনে কর্ণফুলী নদীতে ফেরি চালুর জন্য সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, ‘কালুরঘাটে যানজট নিরসনসহ ভারি যানবাহন পারাপারের জন্য নদীতে ফেরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে ফেরির কাজ শুরু হবে।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন এমরান, মো. নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, পৌর প্যানেল মেয়র তারেকুল ইসলাম তারেক,কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, আরিফ উদ্দীন জুয়েেল ও মো জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন