২৯ অক্টোবর ২০২৫

কালুরঘাটে আগুনে পুড়লো মেরিডিয়ান কারখানা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় বৈদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেরিডিয়ান কোম্পানির একটি কারখানা।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ৪টার দিকে কারখানাটির বৈদ্যুতিক প্যানেল রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিষু দাশ বলেন, কারখানাটির দ্বিতীয় তলায় বিদ্যুতের প্যানেল বোর্ডে আগুন লাগে। পরে সেখান থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫ টার দিকে। এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন