২৪ অক্টোবর ২০২৫

কালুরঘাটে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বোয়ালখালী কালুরঘাট এলাকায় এভেলনা নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, উপজেলার কালুরঘাট সেতুর পাশে ৯নং ওয়ার্ডে পাঁচতলা কারখানাটির সবার উপরের তলায় আগুন লাগার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের সাথে পুলিশও ঘটনাস্থলে আছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানান তিনি। কারখানাটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন