৩ নভেম্বর ২০২৫

কাল উদ্বোধন হচ্ছে মিরসরাই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র

সাদমান সময়  »

দেশব্যাপী জেলা উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র আগামীকাল রবিবার (১১ এপ্রিল) উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে মসজিদগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায় উপজেলার বাসিন্দারা। ইতোমধ্যে মসজিদের রং তুলির কাজ চলছে। উপজেলা চত্বরে দৃষ্টি নন্দন মডেল মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।

মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বি-ক্যাটাগরি হিসেবে ৪০ শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে। তৃতীয় তলা ভিত্তি বিশিষ্ট মডেল মসজিদ (টাইপ-বি) যেখানে প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। ভবনের মোট আয়তন ২৯,৬০০ বর্গফুট। বাস্তববায়নে ব্যয় ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

সারা দেশে নির্মাণাধীন মডেল মসজিদেও ভৌত অবকাঠামো গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারি সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। মিরসরাই উপজেলা মডেল মসজিদে একসঙ্গে ৯শত মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

আধুনিক সুবিধা সম্বলিত সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী পুরুষের ওযু এবং নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। আরো থাকছে কোরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র।

গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ চট্টগ্রাম- ৩ এর নির্বাহী প্রকৌশল মো. মইনুল ইসলাম জানান, আগামীকাল ১১ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ৫০টি মডেল মসজিদ উদ্বোধনের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একসাথে মিরসরাই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হবে। এর মধ্যে মিরসরাই মডেল মসজিদের ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। এখন শুধু রং আর সামান্য মার্বেল পাথরের কাজ বাকি রয়েছে। খুব শীঘ্রই দৃষ্টিনন্দন মডেল মসজিদ মুসল্লিদের নামাযের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, মিরসরাই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ ‘অত্যন্ত সুষ্ঠুভাবে’ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। একসাথে এতগুলো মসজিদ আর কখনো কোথাও হয়নি। এখানে ইসলামের পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য সব ধরনের সু-ব্যবস্থা থাকবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জাকির হোসেন জব্বারিয়া (জবি) প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে, এখন তেমন বড় কোন কাজ নেই। সামান্য রং তুলির আর কিছু টাইলস এর কাজ চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ