৩ নভেম্বর ২০২৫

কাল উদ্বোধন হবে চসিকের আইসোলেশন সেন্টার

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর হালিশহর এলাকায় সিটি কনভেনশন সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগীদের জন্য ২৫০ শয্যার আইসোলেশন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সোমবার (১৫ জুন) থেকে পুরোদমে রোগী ভর্তি কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। 

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র এ আইসোলেশন কেন্দ্র উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

চসিক সূত্র জানায়, আইসোলেশনে থাকা রোগীদের জন্য শয্যা, মেট্রেস, বিছানার চাদর, বালিশ, ঝুড়ি, গামলাসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পত্র তৈরি রাখা হয়েছে। সেই সাথে কেনা হয়েছে ৫০টি নতুন অক্সিজেন সিলিন্ডারসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম। প্রাথমিকভাবে ১৬ জন চিকিৎসকের তালিকা তৈরী করা হয়েছে এই আইসোলেশনের রোগীদের জন্য। 

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, কম ও মৃদু উপসর্গ আছে এমন রোগীদের চসিকের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। কারও যদি আইসিইউ সাপোর্ট দরকার হয় তবে অন্য সরকারি, বেসরকারি হাসপাতালে রেফার করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ