২৪ অক্টোবর ২০২৫

কাল জিইসি কনভেনশনে শুরু হচ্ছে চারদিনব্যাপী পিটুপি বিল্ড এক্সপো

বাংলাধারা ডেস্ক »

আগামীকাল থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার- বিল্ড এক্সপো-২০২২। বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে এই এক্সপো আয়োজন করা হচ্ছে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর মেহেদীবাগস্থ পিটুপি কনফারেন্স হলে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বিল্ড এক্সপো’র বিস্তারিত তুলে ধরেন পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। লিখিত বক্তব্য পাঠ করেন পিটুপি’র পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিল্ড এক্সপো’র আয়োজক পিটুপি জানায়, বন্দরনগরী চট্টগ্রামে ‘পরিকল্পনা থেকে পরিপূর্ণণা’ স্লোগানে কাজ করছে পিটুপি। বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে বিল্ড এক্সপো-২০২২ আয়োজিত হচ্ছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পিটুপি’র ফাউন্ডার ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ এক্সপো থাকবে, একই ছাদের নিছে একটি বিল্ডিং-এর ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ নির্মাণ, পুরাতন বিল্ডিং সংস্কার কিংবা পুনঃনির্মাণ এবং নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কনসালটেন্সি, দক্ষ অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহনের সুযোগ। এছাড়া বিল্ডিং-এর আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে দক্ষ আর্টিটেক্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণি করতে পারবেন ভবন নির্মানে আগ্রহীরা।

এছাড়া এই এক্সপোতে থাকবে একটি বিল্ডিং, ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস নির্মিত হবার পর সেই বিল্ডিং সাজিয়ে তোলার যাবতীয় আয়োজনও। আরও থাকবে বিল্ডিং ম্যাটেরিয়ালস-এর প্রদর্শনী, রড, সিমেন্ট, টাইলস, স্যানিটারি আইটেম, হোম ফার্নিচার, হোম ডেকর, কার্টেন, লাইটিংসহ সব ধরনের সামগ্রীর বৃহ প্রদর্শনী।

এক্সপোতে অংশ নিচ্ছে দেশের স্বনামধন্য স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, ক্রাউন রেডিমিক্স কনক্রিট, প্রিমিয়ার সিমেন্ট, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, পিটুপি-৩৬০, স্ট্রাইপ, এলিট পেইন্ট, রিম্যাক, পিটুপি ফার্নিচারসহ বিল্ডিং নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনকারী ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠান। কো-স্পন্সর হিসেবে এক্সপোতে অংশ নিচ্ছে সুজান, ক্যাসারিকা ফার্নিশিং, ওপেল ইটালি, আর এম মেটাল, ইনোভেটিভ ডেকর এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপ।

এছাড়া পিটুপি’র সহযোগী আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজ থাকবে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণের পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে। এই এক্সপোতে উইকন ১২টি অত্যাধুনিক বিলাসবহুল প্রজেক্ট উপস্থাপন করবে। অর্থনৈতিক মন্দার এই সময়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ সবচেয়ে নিরাপদ ও সময়োপযোগী। এই বিষয়টি সামনে রেখেই উইকন প্রপার্টিজ এক্সপোতে বিশেষ সুবিধা প্রদান করছে।

ব্রিফিং-এ জানানো হয়, এক্সপোতে দর্শনার্থীদের প্রবেশের জন্য কোন প্রবেশ ফি লাগবে না। সবার জন্য উন্মুক্ত এই এক্সপো থেকে সব দর্শনার্থী ও আগ্রহীরা বিনামূল্যেই সেবা পাবেন। পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাবেন ভিন্ন ভিন্ন অংকের ডিসকাউন্ট সুবিধা। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে থাকবে নানা ধরনের সাশ্রয়ী অফার। এর মধ্যে রয়েছে এক্সপোতে ফ্ল্যাট কিনলেই একটি ব্র্যান্ড নিউ গাড়ি ফ্রি, ফার্নিচার ও লাইফস্টাইল প্রোডাক্টে ৪০% পর্যন্ত ক্যাশব্যাক, আইফোন-১৪ প্রো সহ র‌্যাফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার।

এক্সপোতে এক্সক্লুসিভ অফার হিসেবে টার্নকি কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। আগামী ২০ নভেম্বর এক্সপো শেষ হবে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ডিরেক্টর মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, ডিরেক্টর (প্ল্যানিং এন্ড ডিজাইন) রতন মন্ডল, ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সট্রাকশন) প্রকৌশলী নাজিম উদ্দিন খান, সিএফও মোহাম্মদ সরফরাজ। এছাড়া পিটুপি’র বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন