২৩ অক্টোবর ২০২৫

কাল থেকে রেলের টিকেট নিতে লাগবে এনআইডি

বাংলাধারা ডেস্ক »

আগামী কাল পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে রেল যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দিয়ে রেলের টিকেট সংগ্রহ কার্যক্রম।‘টিকিট যার, ভ্রমণ তার’ এ স্লোগানকে সামনে রেখে রেলে অবৈধ ভ্রমণে জরিমানা আদায় ও কালোবাজারি রোধে পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

এরই অংশ হিসেবে প্রতিদিনই প্রতিটি ট্রেনে প্রচার-প্রচারণা চালাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। বুধবার (১ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কার্যক্রমের যাত্রা শুরু করবেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক।এ কার্যক্রম তদারকি করার জন্য রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে ৬ টি টাস্কফোর্স গঠন করেছে কর্তৃপক্ষ। তারা সরেজমিনে বিষয়টি তদারকি করবেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, আগামীকাল বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয়ের কার্যক্রম শুরু হবে। ৫ তারিখের অগ্রীম টিকিট বিক্রি দিয়ে শুরু হবে। আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি এটিতে যাত্রীদের সাময়িক কষ্ট হলেও পরে অভ্যস্ত হয়ে যাবে। এতে করে কালোবাজারিদের দৌরাত্ম্য থাকবে না।

আরও পড়ুন