৩ নভেম্বর ২০২৫

কাশ্মীর সীমান্তে ফের সংঘর্ষে ভারত-পাকিস্তান, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক  »

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের লড়াইয়ে দুই পক্ষের অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে দুই পক্ষের মর্টার শেলে এই হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের ছয়জন বেসামরিক নাগরিক, তিনজন সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানের একজন সেনাসদস্য ও চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক বছরের মধ্যে এটাই ভয়াবহতম লড়াইয়ের ঘটনা। শুক্রবার দিনভর অন্তত পাঁচটি স্থানে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে। দু’পক্ষই অস্ত্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্মের সময় কাশ্মীর বিভক্ত হয়ে দুই দেশের অংশেই পড়ে। কিন্তু দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এটা নিয়ে দুই পক্ষ এ পর্যন্ত তিনটি যুদ্ধে জড়িয়েছে।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন