বাংলাধারা ডেস্ক »
কাস্টমসে একযোগে ৫ কমিশনারকে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার (৯ মে) জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্তিতে থাকা কমিশনার ড. একেএম নুরুজ্জামানকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন মহাপরিচালক গবেষণা ও পরিসংখ্যানে পদায়ন করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফকে মহাপরিচালক নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। আইসিডি কমিশনার বেগম মোবারা খানমকে শুল্ক গোয়েন্দা ও অধিদপ্তরের মহা পরিচালক হিসাবে পদায়ন করা হয়।
এ ছাড়া খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের (চলতি দায়িত্বে) কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে কাস্টমস, এক্সাইজও ভ্যাট কমিশনারেট (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়। এ বদলে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (চলতি দায়িত্ব) মো. সামসুল ইসলামকে আইসিডির কমিশনার (চলতি দায়িত্বে) হিসেবে পদায়ন করা হয়েছে।













