২৯ ডিসেম্বর ২০২৫

কিশোরীকে অপহরণ করে পাচারের চেষ্টা, দুই নারী সহযোগীসহ মূল হোতা আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থেকে এক কিশোরীকে অপহরণের ঘটনায় মাদক ব্যবসায়ী মনির হোসেন (৩৫) ও তার দুই নারী সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৭৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার কোতায়ালীর দৌলতপুর এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ এলাকার আব্দুল হামিদের ছেলে মনির হোসেন এবং তার দুই সহযোগী সকিনা আক্তার ওরফে ফারজানা (৩০) ও শিমুল আক্তার (৪০)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়ির সহকারী পরিচালক মো.নুরুল আবছার বলেন, আসামি মো. মনির হোসেন ভিকটিমের মায়ের সম্পর্কে ভাগিনা হওয়ার সুবাধে প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করত। আসামি মনির হোসেনে তৃতীয়বার বিয়ে করার পরও ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা প্রস্তাব ফিরিয়ে দিলে মনির ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ২২ জুলাই আসামি মনির পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে।

তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ গোয়েন্দা নজরদারী মাধ্যমে ভিকটিমকে উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, মনির হোসেন তার সহযোগী মো. রাকিবের সহায়তায় ভিকটিমকে বিভিন্ন ধরণের লোভ-লালসা ও মিথ্যা প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অসৎ উদ্দেশ্যে ২ মাস আগে চট্টগ্রাম থেকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায় এবং একটি ফ্ল্যাটে আটকে রেখে মাদকাসক্ত করে মাদক পাচারের চেষ্টা করছিল।

গ্রেফতার আসামিদের পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা কোতোয়ালী থানায় এবং উদ্ধার ভিকটিমকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন