বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে নগরের তিন রেস্টুরেন্টকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ানোর অভিযোগে এই জরিমানা করা হয়।
শনিবার (১০ এপ্রিল) নগরের চকবাজার এবং বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এছাড়া মাস্ক পরিধান না করায় ১৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়। রেস্টুরেন্ট তিনটি হলো, কুটুমবাড়ি রেস্টুরেন্ট, সাদিয়া’স কিচেন ও মক্কা বিরানী হাউজ।
বাংলাধারা/এফএস/এআর













